অস্ট্রেলিয়ার অর্থায়নে বাংলাদেশকে পিপিই দিল ডব্লিউএফপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৯ জুন ২০২০

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা অধিদফতরের (ডিজিএইচএস) কাছে যৌথভাবে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং অস্ট্রেলিয়ান হাইকমিশন।

সোমবার (২৯ জুন) এসব সরঞ্জাম হস্তান্তর করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিনিয়েছে ডব্লিউিএফপির ঢাকা কার্যালয়।

অস্ট্রেলিয়া সরকারের আর্থিক সহযোগিতায় প্রদান করা এসব সরঞ্জামাদি করোনা মোকাবিলায় ব্যবহৃত হবে। এসব সরঞ্জামাদির মধ্যে রয়েছে এক লাখ ৫০ হাজার গগলস, এক লাখ ৫০ হাজার রেসপিরেটর মাস্ক (এন-৯৫) এবং ৬৫ হাজার ফেইস শিল্ড।

অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ের বলেন, ‘অস্ট্রেলিয়ান হাইকমিশন মনে করে সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের একনিষ্ঠতা এবং যেসব বাঁধা তাদেরকে অতিক্রম করতে হয় তা প্রশংসনীয়। ডব্লিউএফপির মাধ্যমে বাংলাদেশ সরকারকে করোনা মোকাবিলায় সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত।’

স্বাস্থ্যসেবা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ বলেন, ‘এ সরঞ্জামগুলো সংকটময় এক সময়ে এসেছে, বিশেষ করে যখন করোনা সংক্রমণের সংখ্যা বাংলাদেশে বেড়েই চলেছে। তাই অস্ট্রেলিয়া সরকার ও ডব্লিউএফপিকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানায়।’

বাংলাদেশে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান বলেন, ‘স্বাস্থ্যকর্মীরা করোনা প্রতিরোধে সামনের কাতারে দাঁড়িয়ে কাজ করছে। নিজেদের নিরাপদ রাখা এবং কার্যকরভাবে তাদের কাজ চালিয়ে যাবার জন্য তাদের সঠিক সরঞ্জামের প্রয়োজন।’

অরক্ষিত পরিবারসমূহকে খাদ্যসেবা প্রদানের পাশাপাশি ডব্লিউএফপি বাংলাদেশ সরকারকে সরঞ্জামাদি সরবরাহের মাধ্যমে করোনা বিস্তার রোধে সহযোগিতা করে যাচ্ছে।

জেপি/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।