করোনা পরীক্ষায় যুক্ত হলো আরও একটি ল্যাব
করোনাভাইরাস শনাক্তে বেসরকারি পর্যায়ে দেশে আরও একটি পিসিআর পরীক্ষাগার (ল্যাব) যুক্ত হয়েছে। গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে পরীক্ষাগারটি স্থাপিত হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশে পিসিআর পরীক্ষাগারের সংখ্যা দাঁড়াল ৬৯টিতে।
বুধবার (১ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। পরীক্ষাগার স্থাপন করায় তাদেরকে ধন্যবাদও জানান তিনি।
নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৮৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৮ হাজার ৮৭৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো সাত লাখ ৮৪ হাজার ৩৩৫টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৭৭৫ জনের। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৯ হাজার ২৯৮ জনে।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪১ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৮৮৮ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৪৮৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৬২ হাজার ১০৮ জনে।
এমইউ/পিডি/এমএসএইচ/পিআর