করোনা চিকিৎসায় ৯ সদস্যের মনিটরিং টিম
করোনার বিস্তার রোধ এবং আক্রান্তদের চিকিৎসাসেবায় শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে ৯ সদস্যের মনিটরিং টিম গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে রাজধানীর তিনটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন-১ অধিশাখার উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব বেগম রিনা পারভিনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং বরিশাল বিভাগ, অটিজম সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বেগম পারভীন আক্তারকে রংপুর বিভাগ, অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অধিশাখা) কাজী জেবুন্নেসা বেগমকে ঢাকা বিভাগ, অতিরিক্ত সচিব (উন্নয়ন বিভাগ) মো. সাইদুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী বিভাগ, অতিরিক্ত সচিব (বাজেট অনুবিভাগ) বেগম রাশিদা আক্তারকে সিলেট বিভাগ, অতিরিক্ত সচিব (প্রশাসন) শেখ মুজিবুর রহমানকে ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মুগদা এবং খুলনা বিভাগ, অতিরিক্ত সচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখা) শেখ শোয়েব লালনকে ময়মনসিংহ বিভাগ এবং অতিরিক্ত সচিব সোলেমান খানকে চট্টগ্রাম বিভাগের দায়িত্ব দেয়া হয়।
মনিটরিং টিমের কার্যপরিধিতে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব তথ্য সংগ্রহ পর্যালোচনা এবং করণীয় সম্পর্কে সুপারিশ তৈরি করে প্রতিবেদন জনস্বাস্থ্য অনুবিভাগে বিকেল ৪টার মধ্যে প্রেরণ করবেন। জনস্বাস্থ্য অনুবিভাগ প্রধান তা সমন্বয় করে একটি সমন্বিত প্রতিবেদন প্রতিদিন বিকেল ৫টার মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নিকট ই-মেইল ও হার্ড কপি দাখিল করবেন। প্রতিবেদনে হাসপাতালের সেবা ও নিরাপত্তা প্রস্তুতি করোনা পরিস্থিতিতে প্রীতি প্রাপ্তি নিশ্চিতকরণ করোনা পরীক্ষা ব্যবস্থা সমন্বয়, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা, টেলিমেডিসিন সেবা, জনসচেতনামূলক কর্মসূচিসহ বিভিন্ন কমিটির কার্যক্রম তদারকি এবং মৃত ব্যক্তির দাফন সংক্রান্ত তথ্য অর্পিত দায়িত্ব সম্পাদন এবং উদ্ভূত পরিস্থিতিতে সব দায়িত্ব সম্পাদন করবেন।
এমইউ/এএইচ/এমএস