করোনায় মোট মৃত্যুর ২৮ শতাংশ চট্টগ্রাম বিভাগে
চট্টগ্রাম বিভাগে করোনায় মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ সংখ্যক ১২ জনের মৃত্যু হয় চট্টগ্রাম বিভাগে।
মারা যাওয়াদের মধ্যে ১১ জন ঢাকা বিভাগের, পাঁচজন রাজশাহী, পাঁচজন খুলনা, একজন রংপুর, দুইজন সিলেট এবং দুইজন বরিশাল বিভাগের।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ দেশে করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। শুরুর দিকে মৃতের সংখ্যা হাতেগোনা কয়েকজন থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়তে থাকে।
বৃহস্পতিবার (২ জুলাই) পর্যন্ত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, দেশে ৮ বিভাগে সর্বমোট এক হাজার ৯২৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৫৩৩ জন অর্থাৎ ২৮ শতাংশ চট্টগ্রাম বিভাগের। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৫১৩ জন ঢাকা এবং ৪৬৩ জন রাজধানী ঢাকায় মারা গেছেন। সে তুলনায় অন্যান্য বিভাগে মৃতের সংখ্যা কম।
অন্যান্য বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগে ৪৯, রাজশাহী বিভাগে ৮৮, রংপুরে ৫২, খুলনায় ৮০, বরিশালে ৭০ এবং সিলেট বিভাগে ৭৮ জন মারা গেছেন।
এমইউ/এএইচ/জেআইএম