করোনা উপসর্গে আইনজীবীর মৃত্যু, মৃত কনস্টেবলও ছিলেন পজিটিভ
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। এছাড়াও এ হাসপাতালে মারা যাওয়া সিএমপির এক ট্রাফিক কনস্টেবলের শরীরে করোনার সংক্রমণ ছিলো বলে জানা গেছে।
শুক্রবার (৩ জুলাই) মধ্যরাতে জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আবুল কালাম আজাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার আত্মীয় ও নগর বিএনপির সহ-সম্পাদক মো. খোরশেদুল আলম।
তিনি জানান, আগে থেকে নিউরো রোগে আক্রান্ত আইনজীবী মোহাম্মদ আবুল কালাম আজাদকে গত ২৩ জুন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পর ২৫ জুন তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তখন তিনি জ্বরে আক্রান্ত হন এবং অক্সিজেন সিচুয়েশন ওঠানামা করলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে শুক্রবার রাত পৌনে ১২টায় তিনি মারা যান। ১০ দিন আগে করোনা পরীক্ষার নমুনা নেয়া হলেও এখনো তার রিপোর্ট পাওয়া যায়নি। ফলে উনি করোনা আক্রান্ত হয়েছেন কিনা তা জানা যায়নি। তবে করোনার লক্ষণ ছিল।
এদিকে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের সদস্য আ ফ ম জাহেদ করোনা আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে সিএমপি।
বুধবার (১ জুলাই) দুপুরে মারা যান তিনি। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়।
আ ফ ম জাহেদ (৪১) সিএমপি ট্রাফিক-উত্তর বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে।
আবু আজাদ/এমএফ/এমএস