জেলা জজ-পিপিসহ আরও তিন আইনজীবী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৪ জুলাই ২০২০

একজন জেলা জজ, নারী ও শিশু ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিটর ও একজন আইনজীবীসহ আরও তিনজন আইনজীবী করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

তারা হলেন মাগুরা জেলা ও দায়রা জজ কামরুল হাসান (লিটু), খুলনা জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, খুলনার স্পেশাল পিপি (সরকারি কৌঁসুলি), জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট জেসমিন পারভীন জলি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আফতাব উদ্দিন।

উল্লেখ্য, এখন পর্যন্ত সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টসহ সারাদেশে ২২১ জন আইনজীবী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অধস্তন আদালতের ৪০ জন বিচারক ও ১৩৬ জন কর্মচারী এবং সুপ্রিম কোর্টের ৪৫ জন কর্মচারী রয়েছেন।

এফএইচ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।