ঢামেকের করোনা ইউনিটে দুই দিনে ১৬ জনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৯ এএম, ০৭ জুলাই ২০২০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত দুই দিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জনের করোনা পজিটিভ ছিল। বাকি ১০ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

রোববার ও সোমবার (৫ ও ৬ জুলাই ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ‍সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, রোববার এবং সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ ছিল। বাকি ১০ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তিরা হলেন, ঢাকার সাভারের বাতেন মিয়া (৫২), ঢামেকের স্টাফ বেদের মিয়া (৪৬), মুন্সিগঞ্জের আরাফাত রহমান (১২), ঢাকার মিরপুরের আনোয়ারা বেগম (৬০), রুমা আক্তার (২৬), পাবনার সালাউদ্দিন (৫৬)।

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫২ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৭৩৮ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬২ হাজার ৪১৭ জনে।

রোববার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।