বৃহস্পতিবার দুই ঘণ্টার কর্মবিরতি মেডিকেল টেকনোলজিস্টদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৪ পিএম, ০৮ জুলাই ২০২০
ফাইল ছবি।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সারাদেশের সরকারি হাসপাতাল ও চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠানে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করবেন মেডিকেল টেকনোলজিস্টরা। জরুরি সেবা অব্যাহত রেখে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।

গত ৫ জুলাই স্বাস্থ্য অধিদফতরের সামনে অনুষ্ঠিত এক অবস্থান ধর্মঘট থেকে ছয়-দফা দাবি বাস্তবায়নে এ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ)।

বিএমটিএ নেতারা জানান, স্বাস্থ্য অধিদফতরের গাফিলতির কারণে বয়সোত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা সাপেক্ষে অবিলম্বে ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে নিয়োগ প্রদান ও নতুন পদ সৃষ্টি, চাকরির শুরুতে মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নীতকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালুকরণ, স্বেচ্ছাসেবক/অস্থায়ী/মাস্টাররোলের মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বন্ধকরণ, সুপ্রিম কোর্টের আদেশ এবং প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ মোতাবেক ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন এবং কারিগরি শিক্ষাবোর্ড সংশ্লিষ্টদের মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি থেকে পাসকৃতদের স্বাস্থ্যবিভাগে নিয়োগ না দেয়া, অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টের স্থায়ী নিয়োগের সুপারিশের আলোকে ১৪৫ জন নিয়োগ পাওয়া মেডিকেল টেকনোলজিস্টের নিয়োগ বাতিলকরণ এবং অনিয়মের সাথে জড়িতদের শাস্তির দাবিতে কর্মবিরতি পালনে তারা বাধ্য হচ্ছেন।

বিএমটিএ সভাপতি মো. আলমাছ আলী খান এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন খান সারাদেশের সকল মেডিকেল টেকনোলজিস্টের প্রতি কর্মবিরতি সফল করার আহ্বান জানিয়েছেন।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।