মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনবে বিমান
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আগামী ১৮ জুলাই থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কুয়ালালামপুর থেকে ঢাকায় এ বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাইটে বাংলাদেশি পাসপোর্টধারীদের ফিরিয়ে আনা হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানাে হয়। এতে বলা হয়, কোভিড-১৯ মহামারিতে মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফেরাতে এই ফ্লাইট পরিচালনা করা হবে।
ফ্লাইটে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চড়তে হবে। ফ্লাইটের টিকিট কেনার জন্য ভিসার কপি জমা দিতে হবে বাংলাদেশিদের। ফ্লাইটের টিকিট চূড়ান্ত হওয়ার পর কোভিড টেস্ট করাতে হবে।
বিমান জানায়, কুয়ালালামপুর থেকে ঢাকায় ইকোনমি ক্লাসে ভাড়া ২৮ হাজার টাকা এবং বিজনেস ক্লাসে ৪৫ হাজার টাকা ধরা হয়েছে।
ভ্রমণ ও টিকিটের বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এআর/বিএ