এক ক্লিকেই মিলবে চট্টগ্রামের সব হাসপাতালের তথ্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৩১ এএম, ১১ জুলাই ২০২০

এখন এক ক্লিকেই মিলবে চট্টগ্রামের সরকারি-বেসরকারি সব হাসপাতালের তথ্য। এ জন্য চট্টগ্রামের জেলা প্রশাসনের উদ্যোগে চালু হলো চট্টগ্রামের সকল সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের সেবা প্রাপ্তির অনলাইন প্লাটফর্ম ‘হাসপাতাল তথ্য বাতায়ন’।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

স্প্রেকট্রাম আইটি সলিউশিনস লিমিটেডের কারিগরি সহায়তায় ‘হাসপাতাল তথ্য বাতায়ন’ অনলাইন প্ল্যাটফর্মটি তৈরি করা হয়। করোনাভাইরাস মহাদুর্যোগে জনগণের স্বাস্থ্যসেবায় স্বস্তি নিশ্চিতকরণে তাদের প্রয়োজনীয় ও কাঙ্ক্ষিত হাসপাতাল বা ক্লিনিকের সেবা সম্পর্কিত সঠিক তথ্য দেবে এবং হাসপাতাল-ক্লিনিকগুলোর সেবা প্রাপ্তির একটি উপযুক্ত মাধ্যম হিসেবে কাজ করবে।

ওয়েবসাইটটি উদ্বোধনকালে চট্টগ্রামের মানুষের স্বাস্থ্যসেবার পথ সুগম করতে এমন ডিজিটাল প্লাটফর্ম তৈরির জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

তিনি আশা প্রকাশ করেন, অনলাইন এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে সরকারি-বেসরকারি হাসপাতালে কোভিড নন-কোভিড রোগীদের চিকিৎসাসেবার পথ সুগম করবে এটি। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে সরকারি -বেসরকারি সকল ধরনের হাসপাতালের সেবাকে একটি অনলাইন প্লাটফর্মে আনার জন্য জেলা প্রশাসনের এ উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন তিনি।

এই অনলাইন প্ল্যাটফর্মটি চট্টগ্রামে কোভিড-১৯ সংক্রান্ত টেস্টিং, ফলাফল, চিকিৎসার জন্য ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, হাসপাতাল, ফিল্ড হাসপাতাল, সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা ও ফোন নম্বর, আইসোলেশন সেন্টারসহ প্রাপ্ত চিকিৎসা সুবিধা সংক্রান্ত সব ধরনের তথ্য সংবলিত একটি কম্প্রিহেন্সিভ প্ল্যাটফর্ম বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, ‘এই তথ্য বাতায়ন থেকে চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের রিয়েল টাইম ইনফরমেশন পাওয়া যাবে। রোগী সরাসরি কল করে হাসপাতালে সিট বুকিং দিতে পারবেন।’

তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি হাসপাতালে কোভিড-১৯ এবং নন-কোভিড উভয় ধরনের রোগীর চিকিৎসাসেবার পথ সুগম করতে এই তথ্য বাতায়ন চালুর উদ্যোগ নেয়া হয়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মাহবুবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, হাসপাতাল-ক্লিনিক সার্ভিলেন্স কমিটির আহ্বায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. মিজানুর রহমান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা পুলিশ সুপার রশিদুল হক, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম প্রমুখ।

আবু আজাদ/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।