ঢামেকের করোনা ইউনিটে দুইদিনে আরও ১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৩ এএম, ১৮ জুলাই ২০২০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত দুইদিনে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ১১ জন। বাকি আটজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) ও শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ১৯ জনের মৃত্য হয়েছে।

মারা যাওয়াদের মধ্যে করোনা আক্রান্তরা হলেন, ঢাকার নাসিমা বেগম (৬০), শ্রী নগর মুন্সীগঞ্জের শাহেরা বেগম (৮০), কুমিল্লার সাহেদ আলম (৫২), সিলেটের আবু বক্কর (৮৮), মাগুরার মো রাশেদুজ্জামান (৫৫), ঢাকার নুরু মোরশেদ (৭৭), কুষ্টিয়ার মোতাহার আলী (৬২), শরিয়াতপুরের আব্দুল খালেক (৭৭), কুষ্টিয়ার চামিলী আক্তার (৩০), ঢাকার মাহমুদা বেগম (৬১) ও মেহেরপুরের হামিদুল হক (৫৭)।

ঢামেক/ এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।