দেশে ১০ লাখে আক্রান্ত ১২৩৯, সুস্থ ৬৭৫

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১৮ জুলাই ২০২০

দেশের জনসংখ্যা বিবেচনায় প্রতি ১০ লাখে করোনাভাইরাসে শনাক্ত রোগী এক হাজার ২৩৯.৩২ জন। প্রতি ১০ লাখে সুস্থতার হার ৬৭৫.২৬ জন এবং প্রতি ১০ লাখে মৃত্যুহার ১৫.৮৩ জন।

শনিবার (১৮ জুলাই) করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জনসংখ্যা অনুপাতে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হার বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্বব্যাংকের তথ্যানুসারে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৩০ লাখ ৪৬ হাজার। জনসংখ্যা বিবেচনায় এ পরিসংখ্যান অনুসারে প্রতি ১০ লাখে করোনা আক্রান্ত রোগীর হার এক হাজার ২৩৯.৩২ জন। প্রতি ১০ লাখে সুস্থতার হার ৬৭৫.২৬ জন এবং প্রতি ১০ লাখে মৃত্যুহার ১৫.৮৩ জন।

এদিকে যুক্তরাষ্ট্রে প্রতি ১০ লাখে আক্রান্ত ১১ হাজার ৩৯০ জন, ব্রাজিলে ৯ হাজার ৬৩৭ জন, চীনে ৫৮ জন, ভারতে ৭৫৯ জন, পাকিস্তানে এক হাজার ১৮৫ জন। তবে এ সংখ্যা সবচেয়ে বেশি কাতারে। দেশটিতে প্রতি ১০ লাখে আক্রান্ত ৩৭ হাজার ৮৬২ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। শনিবার পর্যন্ত করোনো আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ দুই হাজার ৬৬ জনে। মৃতের সংখ্যা দুই হাজার ৫৮১ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১০ হাজার ৯৮ জনে।

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৫৮১ জন।

একই সময়ে আরও দুই হাজার ৭০৯ জনের দেহে মিলেছে এ ভাইরাস। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ দুই হাজার ৬৬ জনে

এমইউ/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।