ঢাকা-চট্টগ্রামে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩১৯, ছেড়েছেন ১৫৬ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০০ পিএম, ১৯ জুলাই ২০২০

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১৫৬ জন।

ঢাকা মহানগরীতে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭৭ জন, চট্টগ্রাম মহানগরীতে ৪২ জন। ঢাকা মহানগরীতে ছাড় পেয়েছেন ১১৫ জন, চট্টগ্রামে ৪১ জন।

রোববার (১৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন দুই হাজার ১৯৩ জন, খালি আছে চার হাজার ৭০৬টি। ঢাকা মহানগরীতে আইসিইউতে রোগী ভর্তি আছেন ১৫০ জন, শয্যা খালি ৭৫টি।

চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন ৩০০ জন, খালি আছে ৩৬২টি। চট্টগ্রাম মহানগরীতে আইসিইউতে রোগী ভর্তি আছেন ২১ জন এবং শয্যা খালি ১৮টি।

সারাদেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন এক হাজার ৮৪৩ জন, খালি আছে পাঁচ হাজার ৮৯০টি। সারাদেশের অন্যান্য হাসপাতালের আইসিইউতে রোগী ভর্তি আছেন ৯৫ জন, খালি আছে ১০৩টি।

সারাদেশে সাধারণ শয্যা ১৫ হাজার ৯৯৪টি, ভর্তি আছে চার হাজার ৩৩৬ জন এবং শয্যা খালি আছে ১০ হাজার ৯৫৮টি। সারাদেশে আইসিইউ শয্যার সংখ্যা ৬৬২টি, ভর্তি আছে ২৬৬ জন এবং খালি আছে ১৯৬টি।

পিডি/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।