করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা ৬ হাজার ছাড়াল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:০৮ এএম, ২৩ জুলাই ২০২০

মহামারি করোনাভাইরাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আক্রান্ত হলেও সরাসরি চিকিৎসা কার্যক্রমের সঙ্গে জড়িত থাকায় চিকিৎসক-নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ঝুঁকি অপেক্ষাকৃত বেশি। আক্রান্ত রোগীদের সংস্পর্শে থাকার কারণে রাজধানীসহ সারাদেশে করোনা আক্রান্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা ইতোমধ্যে ৬ হাজার ছাড়িয়ে গেছে। তাদের মধ্যে ৬৮ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সূত্রে জানা গেছে, মোট আক্রান্ত ৬ হাজার ৫১ জন জনের মধ্যে ২ হাজার ১৮৯ জন চিকিৎসক, ১ হাজার ৫৭২ জন নার্স এবং ২ হাজার ২৯০ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে পুনরায় চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন।

অধিকাংশই রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে আক্রান্তদের মধ্যে ৭৩০ জন চিকিৎসক, ৬৭৮ জন নার্স এবং ৪৩৭ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

এদিকে দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। গতকাল বুধবার পর্যন্ত এতে ২ হাজার ৭৫১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৩ হাজার ২৫৪ জনে।

এমইউ/এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।