কারওয়ান বাজারে অনেকেই ব্যবহার করছেন না মাস্ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৩ জুলাই ২০২০

করোনার মধ্যেও রাজধানীর কারওয়ান বাজারে মানুষের খুব একটা কমতি ছিল না। এখনও বাজারটিতে গমগম করে মানুষে। স্বাস্থ্যবিধি অনুযায়ী কারওয়ান বাজারে শারীরিক দূরত্ব মানা হয় না বা মানার সুযোগও নেই। সেই সঙ্গে বাইরে বের হলে সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও এখানে অধিকাংশ মানুষই তা মানেন না। ফলে এখান থেকে করোনা সংক্রমণের বড় ধরনের ঝুঁকি রয়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে সরেজমিনে কারওয়ান বাজারে দেখা যায়, অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার করছেন না। এমন কী দোকানিদেরও অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। দোকানি, রিকশা-ভ্যান চালক, ক্রেতাদের অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। আবার অনেকে মাস্ক ব্যবহার করলেও তা যথাযথভাবে করছেন না। কেউ নাক খুলে রেখেছেন, কেউ মুখ, কেউবা কানে মাস্ক ঝুলিয়ে রেখেছেন।

অন্যদিকে বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও সেখানে সরকারি কোনো সংস্থার লোকজনকে দেখা যায়নি যারা মানুষকে মাস্ক ব্যবহারে সচেতন করবে কিংবা আইন অনুযায়ী বাধ্য করবে।

jagonews24

যদিও ২১ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি হাসপাতালসহ সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে আগত সেবা গ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবেন।

পরিপত্রে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পরিচালনা কমিটি বিষয়টি নিশ্চিত করবেন। শপিংমল, বিপণি বিতান ও দোকানের ক্রেতা-বিক্রেতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। স্থানীয় কর্তৃপক্ষ ও মার্কেট ব্যবস্থাপনা কমিটি বিষয়টি নিশ্চিত করবে। এছাড়া হাট-বাজারে ক্রেতা-বিক্রেতারা মাস্ক ব্যবহার করবেন। মাস্ক পরিধান ছাড়া ক্রেতা-বিক্রেতারা কোনো পণ্য ক্রয়-বিক্রয় করবে না। স্থানীয় প্রশাসন ও হাট বাজার কমিটি বিষয়টি নিশ্চিত করবে।

পিডি/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।