মহাদেশভিত্তিক আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে যে পাঁচ দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২৭ জুলাই ২০২০

করোনায় আক্রান্ত সারাবিশ্ব। স্বাভাবিকভাবেই সর্বত্রই মৃত্যুর মিছিল। সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত মহাদেশগুলোর কোন পাঁচটি রাষ্ট্রে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে, তার চিত্র তুলে ধরেছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল- ইসিডিসি। তারা ২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৪ জুলাই পর্যন্ত বিভিন্ন মহাদেশের তথ্য তুলে ধরে।

ইসিডিসির তথ্যানুযায়ী, এশিয়া মহাদেশের সর্বাধিক করোনায় আক্রান্ত পাঁচটি দেশ হলো- ভারত, ইরান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। সর্বোচ্চ মৃত্যু হওয়া পাঁচটি দেশ হলো- ভারত, ইরান, পাকিস্তান, তুরস্ক ও ইন্দোনেশিয়া। অর্থাৎ এশিয়ায় সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের পাঁচ দেশের মধ্যে নেই বাংলাদেশ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সর্বোচ্চ আক্রান্ত পাঁচটি দেশের তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ‘আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসে সর্বাধিক আক্রান্ত পাঁচটি দেশ হলো- দক্ষিণ আফ্রিকা, মিশোর, নাইজেরিয়া, ঘানা ও আলজেরিয়া। এশিয়া মহাদেশের সর্বাধিক আক্রান্ত পাঁচটি দেশ হলো- ভারত, ইরান, পাকিস্তান, সৌদি আরব ও তার্কি। আমেরিকা মহাদেশে সর্বাধিক আক্রান্ত পাঁচটি দেশ হলো- যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, পেরু ও চিলি। ইউরোপ মহাদেশের সর্বাধিক আক্রান্ত পাঁচটি দেশ হলো- রাশিয়া, যুক্তরাজ্য, স্পেন, ইতালি ও জার্মানি। ওশেনিয়া মহাদেশের সর্বাধিক আক্রান্ত দেশ (যদিও এসব দেশে আক্রান্ত অনেক কম) হলো- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্যান্স পলিনেশিয়া ও নর্দান মেরিনিয়া আইল্যান্ড।’

সর্বোচ্চ মৃত্যুর তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ‘আফ্রিকা মহাদেশে করোনায় সর্বাধিক মৃত্যু হওয়া পাঁচটি দেশ হলো- দক্ষিণ আফ্রিকা, মিসর, আলজেরিয়া, নাইজেরিয়া ও সুদান। এশিয়ার সর্বোচ্চ মৃত্যু হওয়া পাঁচটি দেশ হলো- ভারত, ইরান, পাকিস্তান, তার্কি ও ইন্দোনেশিয়া। আমেরিকায় সর্বাধিক মৃত্যু হওয়া পাঁচটি দেশ হলো- যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, পেরু ও চিলি। ইউরোপের যে পাঁচটি দেশে সর্বাধিক মৃত্যু হয়েছে সেগুলো হলো- যুক্তরাজ্য, ইতালি, ফ্যান্স, স্পেন ও রাশিয়া। ওশেনিয়ার যে চারটি দেশে সর্বাধিক মৃত্যু হয়েছে, সেগুলো হলো- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নর্দান মারিয়ানা আইল্যান্ড।

পিডি/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।