২৪ ঘণ্টায় কোন বিভাগে কত রোগী সুস্থ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ০৫ আগস্ট ২০২০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৯০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা এক লাখ ৪১ হাজার ৭৫০ জন। রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের ৮ বিভাগের মধ্যে ঢাকা বিভাগে ৫৪০ জন, চট্টগ্রাম বিভাগের ২৭৪, রংপুরে ১৯৩ জন, খুলনায় বিভাগে ২৭০, বরিশালে ১০০ জন, রাজশাহীতে ৩৪১, সি‌লেটে ৭৬ এবং ময়মনসিংহ বিভাগে ৯৬ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ ১২ হাজার ৪১৬টি।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬৫৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জনে।

এমইউ/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।