করোনায় মোট মৃতের কোন বিভাগে কতজন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১৬ আগস্ট ২০২০

রাজধানীসহ সারাদেশে ১৬ আগস্ট পর্যন্ত করোনায় ৩ হাজার ৬৫৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৮৯০ জন (৭৯ দশমিক ০৩ শতাংশ) এবং নারী ৭৬৭ জন (২০ দশমিক ৯৭শতাংশ)।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, করোনায় মোট মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৭৪৮ জন (৪৭ দশমিক ৮০ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ৮৩৭ (২২ দশমিক ৮৯ শতাংশ), রাজশাহী বিভাগে ২৪০ জন (৬ দশমিক ৫৬ শতাংশ), খুলনা বিভাগে ২৮৯ জন (৭ দশমিক ৯০ শতাংশ), বরিশাল বিভাগে ১৪১ জন (৩ দশমিক ৮৬ শতাংশ), সিলেট বিভাগে ১৭৪ জন (৪ দশমিক ৭৬ শতাংশ), রংপুর বিভাগে ১৪৮ জন (৪ দশমিক ০৫ শতাংশ) ও ময়মনসিংহ বিভাগে ৮০ জন (২ দশমিক ১৯ শতাংশ)।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩২ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন, ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন।

গত ৮মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ ১৬ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭৬ হাজার ৫৪৯ জনে।

এমইউ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।