করোনায় কোন বিভাগে কত মৃত্যু
রাজধানীসহ সারাদেশে মঙ্গলবার (১৮ আগস্ট) পর্যন্ত মহামারি করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মোট ৩ হাজার ৭৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ৯৫৩ জন (৭৮ দশমিক ৯৬ শতাংশ) এবং নারী ৭৮৭ জন (২১ দশমিক ০৪ শতাংশ)।
বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, করোনায় মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৭৯১ জন (৪৭ দশমিক ৮৯ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ৮৪৭ (২২ দশমিক ৬৫ শতাংশ), রাজশাহী বিভাগে ২৪৭ (৬ দশমিক ৬০ শতাংশ), খুলনা বিভাগে ৩০২ (৮ দশমিক ০৭ শতাংশ), বরিশাল বিভাগে ১৪৪ (৩ দশমিক ৮৫ শতাংশ), সিলেট বিভাগে ১৭৪ (৪ দশমিক ৬৫ শতাংশ), রংপুর বিভাগে ১৫৪(৪ দশমিক ১২ শতাংশ) ও ময়মনসিংহে ৮১ জন (২ দশমিক ১৭ শতাংশ)।
পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে সাতজন, বরিশাল বিভাগে দুজন, রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ২০০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জনে। এ নিয়ে মোট ১৩ লাখ ৭৮ হাজার ৮১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এমইউ/এমএসএইচ/পিআর