করোনা আক্রান্ত কত স্বাস্থ্যকর্মী, সর্বশেষ তথ্য নেই অধিদফতরে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৮ আগস্ট ২০২০

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে শনাক্ত হয়েছে মোট ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন করোনা রোগী। গত ১৮ মার্চ করোনায় আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪০ জনে।

করোনাভাইরাসে আক্রান্তদের সেবা দিতে গিয়ে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন অনেকে। কিন্তু সারাদেশে মোট কত সংখ্যক চিকিৎসক-নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত ও মৃত্যুবরণ করেছেন তার হালনাগাদ তথ্য স্বাস্থ্য অধিদফতরে নেই। ইতিপূর্বে দুই দফা হালনাগাদ তথ্য পাঠনোর জন্য স্বাস্থ্য অধিদফতর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হলেও সাড়া মেলেনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, গত ২৩ জুলাই এক চিঠিতে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ও নার্সদের মধ্যে কতজন করোনাভাইরাসে আক্রান্ত এবং কতজন মৃত্যুবরণ করেছেন পরবর্তী সাত দিনের মধ্যে তার হালনাগাদ তথ্য স্বাস্থ্য অধিদফতরে পাঠানোর জন্য বলা হয়। কিন্তু আজ পর্যন্ত তা হালনাগাদ করা হয়নি।

এ অবস্থায় গত ১৩ আগস্ট পর্যন্ত কোন প্রতিষ্ঠানে কতজন চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত ও মারা গেছেন, তার হালনাগাদ তালিকা আগামী ২৭ আগস্টের মধ্যে পুনরায় হালনাগাদ করার অনুরোধ জানানো হয়।

এদিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) তৈরি এক পরিসংখ্যানে দেখা গেছে, গত ১০ জুলাই পর্যন্ত ২ হাজার ৫৪২ জন ডাক্তার, ১ হাজার ৮৬০ জন নার্স এবং ৩ হাজার ৪০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ মোট ৭ হাজার ৪৪২ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৭৪ জনের।

এমইউ/এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।