সরকারি কর্মচারী হাসপাতালকে মাস্ক-ক্যানোলা দিল বিদ্যুৎ বিভাগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২০

রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ এন-৯৫ মাস্ক ও শ্বাসকষ্ট হওয়া কোভিড-১৯ রোগীদের জন্য একটি হাই-ফ্লো ন্যাসাল ক্যানোলা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন বিদ্যুৎ বিভাগের সচিব সুলতান আহমেদ।

বিদ্যুৎ বিভাগের সচিব বলেন, আমাদের বিদ্যুৎ বিভাগে জেনারেশন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের জন্য প্রায় ১৮টি সংস্থা, এজেন্সি ও কোম্পানি রয়েছে। কোম্পানিগুলোর সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) আছে, সেখানে থেকে আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৬ কোটি টাকা দিয়েছি। আমরা আজ সরকারি কর্মচারী হাসপাতালে একটি হাই-ফ্লো ন্যাসাল ক্যানোলা ও ৫০০ এন-৯৫ মাস্ক হস্তান্তর করছি। বিদ্যুৎ বিভাগ ও অধীন কোম্পানিগুলোর সিএসআর থেকে কোভিড প্রশমনের উদ্যোগের অংশ হিসেবে এই উপকরণ সরকারি কর্মচারী হাসপাতালকে আমরা দিচ্ছি।

সরকারি কর্মচারী হাসপাতালকে মাস্ক ও হাই-ফ্লো ন্যাসাল ক্যানোলা দেয়ায় জনপ্রশাসন সচিব বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানান।

আরএমএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।