করোনায় মোট মৃতের অর্ধেকের বেশিই ষাটোর্ধ্ব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ সারাদেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১ জন। তাদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১০ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি মানুষের বয়স ৬০ বছরের বেশি (৫০.০৪ শতাংশ)।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত মৃত্যুবরণকারী চার হাজার ৬৩৪ জনের মধ্যে পুরুষ তিন হাজার ৬১৩ জন (৭৭.৯৭ শতাংশ) এবং নারী এক হাজার ২১ জন (২২.০৩ শতাংশ)। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছর বয়সী ২০ জন (০.৪৩ শতাংশ), ১১ থেকে ২০ বছর বয়সী ৪০ জন (০.৮৬ শতাংশ), ২১ থেকে ৩০ বছর বয়সী ১০৯ জন (২.৩৫ শতাংশ), ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৭৯ জন (৬.০২ শতাংশ), ৪১ থেকে ৫০ বছর বয়সী ৬০৯ জন (১৩.১৪ শতাংশ), ৫১ থেকে ৬০ বছর বয়সী এক হাজার ২৫৮ জন (২৭.১৫ শতাংশ) এবং ৬০ বছরের বেশি বয়সী দুই হাজার ৩১৯ জন (৫০.০৪ শতাংশ) রয়েছেন।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১০ জন। ৪১ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৬৩৪ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮৯২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩২ হাজার ৯৭০ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯০ হাজার ১১টি।

এমইউ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।