করোনায় মোট মৃতের অর্ধেকের বেশি ঢাকা বিভাগে
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। ওই রোগী শনাক্তের ১০ দিন পর করোনায় আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়।
মঙ্গলবার (৬ অক্টেবার) পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৭৫ জনে। বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে ৫০ শতাংশেরও বেশি রোগী মারা গেছে।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিভাগওয়ারি পরিসংখ্যান বলছে, করোনায় মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে দুই হাজার ৭২৯ জন(৫০ দশমিক ৪৯ শতাংশ), চট্টগ্রাম বিভাগে এক হাজার ৯৬ জন(২০ দশমিক ২৮ শতাংশ), রাজশাহী বিভাগে ৩৫৫ জন (৬ দশমিক ৫৭ শতাংশ), খুলনা বিভাগে ৪৪২ জন(৮ দশমিক ১৮ শতাংশ), বরিশাল বিভাগে ১৯১ জন (৩ দশমিক ৫৩ শতাংশ), সিলেট বিভাগে ২৩৪ জন (৪ দশমিক ৩৩ শতাংশ), রংপুর বিভাগে ২৪৬ জন (৪ দশমিক ৫৫ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১১২ জন (২ দশমিক ০৭ শতাংশ) রয়েছেন।
আর গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে চারজন, খুলনায় দুইজন, বরিশালে দুইজন, সিলেটে একজন ও রংপুর বিভাগে দুইজন রয়েছেন।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১২ হাজার ৩৯৮টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৯৯জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭১ হাজার ৬৩১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৭৭৬টি।
এমইউ/এসআর/পিআর