কমেছে আক্রান্ত-মৃত্যু; বেড়েছে সুস্থতা ও নমুনা পরীক্ষা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১১ পিএম, ১১ অক্টোবর ২০২০

গত এক সপ্তাহে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমেছে। একই সময়ে বেড়েছে রোগী শনাক্তে নমুনা পরীক্ষা ও চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা।

৪১তম সপ্তাহে (৪ থেকে ১০ অক্টোবর) মোট ৮১ হাজার ৭২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০৮ জন। একই সময়ে ১১ হাজার ২৯৬ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ১৭৫ জনের।

৪০তম সপ্তাহে ৮১ হাজার ৩০টি নমুনা পরীক্ষা করে ৯ হাজার ৬৯২ জন করোনা রোগী শনাক্ত হয়। একই সময়ে ১১ হাজার ২৯২ জন সুস্থ হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ১৯৬ জনের।

উল্লিখিত দুই সপ্তাহের সার্বিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, নমুনা পরীক্ষার সংখ্যা শূন্য দশমিক ৮৬ শতাংশ ও সুস্থ রোগীর সংখ্যা শূন্য দশমিক ‍শূন্য ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্তের হার এক দশমিক ৯০ শতাংশ এবং মৃতের হার ১০ দশমিক ৭১ শতাংশ কমেছে।

রোববার ( ১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ৯ হাজার ৫০৪টি নমুনা সংগ্রহ ও ৯ হাজার ৪৬৭টি নমুনা পরীক্ষা করা হয়।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৯৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭৮ হাজার ২৬৬ জনে

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৭০ হাজার ৯৯৫টি।

এছাড়া রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৪ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৫ জন। হাসপাতালে ২৩ জন ও বাড়িতে একজন মারা যাান।

এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৫২৪জনে।

এমইউ/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।