২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই ৩ বিভাগে
দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৫ জন। এ নিয়ে সারাদেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭২৩ জনে।
দেশের ৮ বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়। এছাড়া চট্টগ্রামে ৩, রাজশাহী ২, খুলনা ও রংপুর বিভাগের একজন করে রয়েছেন।
তবে একই সময়ে দেশের তিন বিভাগ- বরিশাল, সিলেট, এবং ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।
এ পর্যন্ত সর্বমোট করোনায় মৃত ৫ হাজার ৭২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ২ হাজার ৯৩৭ জন, চট্টগ্রামে এক হাজার ১৪৪, রাজশাহীতে ৩৬৭, খুলনায় ৪৫৯, বরিশালে ১৯৭, সিলেটে ২৪০, রংপুরে ২৬০ এবং ময়মনসিংহ বিভাগে ১১৯ জনের মৃত্যু হয়।
এদিকে, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১৪ হাজার ৯১টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৪৫ জন।
ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৯৩ হাজার ১৩১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৬ হাজার ৪১১টি।
এমইউ/এফআর/এমএস