করোনায় সশস্ত্র বাহিনী পরিবারের ১৯৯ জনের মৃত্যু
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ নভেম্বর (শনিবার) পর্যন্ত বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সশস্ত্র বাহিনীর ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জন সামরিক সদস্য এবং ১৭৯ জন অবসরপ্রাপ্ত সামরিক সদস্য।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, দেশে করোনা ছড়ানোর পর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১৫ হাজার ৯০২ সদস্য বা তাদের পরিবারের লোক করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৫ হাজার ২২৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে বা আবাসস্থলে ফিরেছেন। আক্রান্তদের বাকি ৪৭৫ জন বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত সপ্তাহে (৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত) ৪৩৯ জন সামরিক সদস্য বা তাদের পরিবারের সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। একইসময়ে একজন কর্মরত সামরিক সদস্য ও ষাটোর্ধ্ব একজন অবসরপ্রাপ্ত সদস্যের মৃত্যু হয়েছে।
এদিকে, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত মোট চার লাখ ৩২ হাজার ৩৩৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় হাজার ১৯৪ জনের। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন তিন লাখ ৪৯ হাজার ৫৪২ জন।
এমইউ/এইচএ/পিআর