কারওয়ান বাজারে মাস্ক বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২২ নভেম্বর ২০২০

করোনা সংক্রমণ প্রতিরোধে সজাগ ও সচেতনতা সৃষ্টি এবং নাগরিকদের দায়িত্বপূর্ণ করে তুলতে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজারে মাস্ক বিতরণ করেন তিনি।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ পরিলক্ষিত হচ্ছে, শীত মৌসুমে আরও ব্যাপকভাবে সংক্রমণের আশঙ্কা আছে। করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ভালোভাবে সাবান দিয়ে হাত মুখ ধৌত করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর বেশিরভাগ দেশসমূহকে করোনা যে তীব্রতার সঙ্গে বিপন্ন করেছে, শেখ হাসিনা সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ সেভাবে বিধ্বস্ত হয়নি। সবার সম্মিলিত প্রয়াসে এ জাতি যেমন মহান মুক্তিযুদ্ধে জয়ী হয়েছে, তেমনি করোনাভাইরাসের বিরুদ্ধেও জয়ী হবে।

সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে এ আয়োজনে বক্তব্য রাখেন অভিনেতা পীযুষ বন্দ্যোপাধ্যায় ও সংগঠনের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

আইএইচআর/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।