নয় মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৭ হাজার ৬৩ জনে।
গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর সংখ্যানুপাতে শনাক্তের হার চার দশমিক ৭৩ শতাংশ। এর আগে গত বছরের এপ্রিলে সর্বনিম্ন শনাক্তের হার ছিল চার দশমিক ৯০ শতাংশ।
শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রোগতত্ত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ৫ শতাংশের কম থাকলে এবং পরপর চার সপ্তাহ তা অব্যাহত থাকলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলে এসেছে বলে মনে করা যাবে। কয়েক দিন ধরে নমুনা পরীক্ষার হার কমবেশি ৫ শতাংশের মধ্যেই থাকছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার।
শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষ দিকে করোনা রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপর চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপর ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। একপর্যায়ে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশ পর্যন্ত নেমেছিল।
এমইউ/এসজে/জিকেএস