বাণিজ্যিকভাবে টিকা আনতে সরকার অর্থায়ন করবে না : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ২১ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

বেসরকারিভাবে কোনো প্রতিষ্ঠান করোনাভাইরাস টিকা আনতে চাইলে নিজ অর্থায়নে তা আনতে হবে। এক্ষেত্রে সরকার অর্থায়ন করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘যদি প্রাইভেট সেক্টরের কেউ টিকা আনতে চায়, তাহলে তাদেরকেই অর্থায়নের ব্যবস্থা করতে হবে। সরকার এখানে অর্থায়ন করবে না। তবে সরকারের কোনো কম্পনেন্ট বা প্রতিষ্ঠান যদি টিকা আমদানি করে সেক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য আছে।’

টিকা বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অলরেডি ভ্যাকসিন এসেছে, ভ্যাকসিন আসাটা ভাল। আমাদের অনেকের বয়স বেশি, ভ্যাকসিন প্রয়োজন। ভ্যাকসিনটা যদি আমরা সবাই পেয়ে যাই, তাহলে আরও ভাল ফিল করব, কাজকর্মে মনোযোগী হতে পারব। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য আমাদের প্রচেষ্টা এগিয়ে নিতে পারব এবং সফলতার স্বাক্ষর রাখতে পারব বলে বিশ্বাস করি।’

টিকার ডোজপ্রতি খরচের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনের প্রতি ডোজের মূল্য স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে। তাদের কাছে এ বিষয়ে ডিটেইলস তথ্য আছে।’

গত বৈঠকে বেশি দামে টিকা কেনা এবং বিকল্প চিন্তার বিষয়ে আ হ ম মোস্তফা কামাল বলেন, ‘আমি গত বৈঠকে কি বলেছি— তা গণমাধ্যমে এসেছে। দেশের মানুষ জানেন। এর বাইরে কিছু নেই। আগে যা বলেছি, সেই কথা চেঞ্চ করতে চাচ্ছি না; চেঞ্চ করব কেনো? আপনারা দেখেন সেখানে কোনো ব্যত্যয় আছে কিনা।’

আইএইচআর/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।