‘অসুস্থতা বোধ করলে সাহায্য করবে পার্শ্বপ্রতিক্রিয়া টিম’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২১

করোনা টিকা নেয়ার পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হলে তাদের দ্রুত সাহায্য করা হবে বলে জানিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ। বুধবার (২৭ জানুয়ারি) টিকা কার্যক্রম উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।

জামিল আহমেদ বলেন, ‘টিকা যারা নিয়েছেন তাদের সবাইকে পার্শ্বপ্রতিক্রিয়া টিমের মোবাইল নাম্বার দেয়া আছে। কেউ যদি কোনো ধরনের অসুস্থতা বোধ করেন বা কোনো প্রশ্ন থাকে, তারা যোগাযোগ করতে পারবেন। আমাদের টিম তাদের সহযোগিতা করতে পারবেন।’

তিনি বলেন, ‘পৃথিবীর যত জায়গায় অক্সফোর্ড-আস্ট্রোজেনেকার টিকা দেয়া হয়েছে, তাতে দেখা গেছে এই টিকা তুলনামূলক অনেক নিরাপদ। এর পার্শ্বপ্রতিক্রিয়া অত্যন্ত মৃদু। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ তেমন কোনো সমস্যা হবে না।’

এসএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।