ঢামেক হাসপাতালে করোনার টিকা নিলেন ১২০ জন
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১২০ জন।
প্রথম দিনের মতো করোনার টিকা দেয়ার কার্যক্রম শেষে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের এসব কথা জানান ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক।
তিনি বলেন, ১২০ জন করোনার ডোজ নিয়েছেন। এরমধ্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী, ৫৪ জন চিকিৎসক, ৪৩ জন হাসপাতালের কর্মচারী-কর্মকর্তা, সাতজন নার্স ও ১৫ জন আনসার সদস্যকে এ টিকা দেয়া হয়েছে।
হাসপাতালের পরিচালক বলেন, যে সমস্ত স্বাস্থ্যকর্মী নিবন্ধনের মাধ্যমে করোনার প্রথম ডোজ নিয়েছেন, তাদের শরীরে অ্যান্টিবডি নাও হতে পারে। দ্বিতীয় ডোজ দেয়ার পর প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আট থেকে ১২ সপ্তাহ পর তাদের দ্বিতীয় ডোজ নিতে হবে। যারা আজ ভ্যাকসিন নিয়েছেন, তাদের সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়া নতুন করে দ্বিতীয় ধাপে ভ্যাকসিন প্রয়োগ করা হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এজন্য আগ্রহী স্বাস্থ্যকর্মীরা নিবন্ধন করতে হবে।
বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ভ্যাকসিন প্রয়োগে পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, এটা কিন্তু কেউ বলেছে না। বিশেষজ্ঞরা বলেছেন মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যেমন এলার্জি, হালকা জ্বর আসা, ব্যথাও হতে পারে। বড় ধরনের প্রতিক্রিয়া আশা করি হবে না। আমরা তাদের খোঁজ-খবর রাখছি।
তিনি বলেন, যারা ভ্যাকসিন নিতে চান তারা আমাদের সদস্যই হোক, দেশের যেকোনো সদস্যই হোক আমরা দিতে প্রস্তুত রয়েছি। এ জন্য সরকারের নিয়ম অনুসারে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে পছন্দের মতো সেন্টার থেকে করোনা ভ্যাকসিন নিতে পারবেন।
এসজে/জেআইএম