করোনা পরীক্ষায় যুক্ত হলো আরও দুটি ল্যাব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাস শনাক্তকরণে রাজধানীসহ সারাদেশে আরও দুটি ল্যাবরেটরি বৃদ্ধি পেয়েছে। এই দুটির মাধ্যমে সারাদেশে ল্যাবরেটরির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬টি।

এই ল্যাবরেটরিগুলোর মধ্যে ১১৬টি আরটি পিসিআর ল্যাব, জিন এক্সপার্ট ল্যাব ২৮টি এবং র্যাপিড এন্টিজেন ল্যাব ৬২টি।

এর মধ্যে সরকারি পর্যায়ে চলমান পরীক্ষাগার ১৩৯টি (৫১টি আরটি পিসিআর, ২৬টি জিন এক্সপার্ট ও র্যাপিড এন্টিজেন ৬২টি) এবং বেসরকারি পর্যায়ে রয়েছে ৬৭টি (৬৫টি আরটি পিসিআর ও জিন এক্সপার্ট ২টি)।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম করানো রোগীর মৃত্যু হয়।

৮ মার্চ থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট ৩৬ লাখ ৬৬ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষা এবং ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০ জনসহ সর্বমোট ৮ হাজার ১৩৭ জনের মৃত্যু হয়েছে।

এমইউ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।