ডিএনসিসিতে করোনার টিকাদান কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে তিনি বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। সারাদেশে একযোগে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। টিকা গ্রহণের জন্য এই কেন্দ্র থেকে ৫১ জনকে এসএমএস পাঠানো হয়েছে। কেউ যদি এখানে আসেন সাথে সাথে রেজিস্ট্রেশন করে এসএমএস দিয়ে টিকা দেয়া হবে।

সেলিম রেজা বলেন, ডিএনসিসির সব কেন্দ্রে সকাল দশটায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। টিকা নেয়ার পর কারো কাছ থেকে পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত। এটি সম্পূর্ণ নিরাপদ এবং কোভিড-১৯ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোভিড-১৯ টিকা কার্যক্রম সফল করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

ডিএনসিসি এলাকায় করোনার টিকাদান কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ সংসদ সচিবালয় ক্লিনিক; ঢাকা ডেন্টাল কলেজ; ঢাকা শিশু হাসপাতাল; সংক্রামক ব্যাধি হাসপাতাল; কুয়েত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল; কুর্মিটোলা হাসপাতাল; লালকুঠি হাসপাতাল; মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার; জাতীয় বাতজ্বরজনিত হৃদরোগ প্রতিরোধ কেন্দ্র; জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল; জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট; জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিউট ও হাসপাতাল; জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট; জাতীয় কিডনি হাসপাতাল; জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল; ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল; জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল; জাতীয় অর্থোপেডিক হাসপাতাল; শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল; শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল; যক্ষ্মা হাসপাতাল; নগর মাতৃসদন-১, নয়াটোলা, মগবাজার; নগর মাতৃসদন-২, বাঁশবাড়ি, মোহাম্মদপুর; নগর মাতৃসদন-৩, নেকিবাড়ির টেক, মাজার রোড, মিরপুর; নগর মাতৃসদন-৪, পল্লবী এক্সটেনশন, মিরপুর; এবং নগর মাতৃসদন-৫, উত্তরা ও সেক্টর-৬।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

রোববার সকাল সাড়ে ৮টা থেকে সচিবালয় ক্লিনিকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়। প্রথম দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২০০ জনকে টিকা দেয়া হবে। সকালে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানকে দেয়ার মাধ্যমে টিকাদান কার্যক্রম শুরু হয়। দুটি বুথে টিকা কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

টিকা নিতে ইতোমধ্যে তিন লাখ ২৮ হাজার জন নিবন্ধন করেছেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নেয়ার পর অন্যরা পর্যায়ক্রমে টিকা পাবেন। তবে প্রথম ধাপে টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ১৫ ক্যাটাগরির মানুষ।

এমএমএ/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।