চট্টগ্রামে টিকায় আগ্রহ বাড়ছে, তৃতীয় দিনে নিলেন ৬০৫৯ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২১

গণটিকা কর্মসূচির তৃতীয় দিনে চট্টগ্রামে ছয় হাজার ৫৯ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ চার হাজার ৪৪৮ জন এবং নারী এক হাজার ৬১১ জন। এ পর্যন্ত টিকা নিতে চট্টগ্রামে নিবন্ধন করেছেন ৪৯ হাজার ৯৩১ জন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৫টায় বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

সিভিল সার্জন বলেন, ‘গণটিকা দেয়ার তৃতীয় দিনে আরও ছয় হাজার ৫৯ জন নতুন করে টিকা নিয়েছেন। গত তিনদিনেও টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় মানুষের মধ্যে টিকা নেয়ার আগ্রহ বেড়েছে। এখন পর্যন্ত সিটি করপোরেশন এলাকার ১০টি কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে। সবগুলো কেন্দ্রে টিকা প্রদান শুরু হলে টিকাগ্রহীতার সংখ্যা আরও বাড়বে।’

তিনি বলেন, ‘১৪ উপজেলার পাশাপাশি বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডি ও সাতকানিয়ার বিজিবি হাসপাতালেও টিকা দেয়া হচ্ছে। আগামীতে আমাদের ভালোই চাপ সামলাতে হবে।’

ctg-vaccine2.jpg

সিভিল সার্জন কার্যালয় থেকে সরবরাহ করা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চট্টগ্রামে এখন পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৪৯ হাজার ৯৩১ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ৩৮ হাজার ৮৯০ জন এবং জেলার ১৪ উপজেলায় ১১ হাজার ৪১ জন।

মঙ্গলবার সিটি করপোরেশন এলাকায় টিকা নিয়েছেন মোট তিন হাজার ৩২ জন। এর মধ্যে পুরুষ দুই হাজার ৩০৫ জন এবং নারী ৭২৭ জন। এছাড়া এদিনে ১৪ উপজেলায় টিকা নিয়েছেন মোট তিন হাজার ২৭ জন। এর মধ্যে পুরুষ দুই হাজার ১৪৩ জন এবং নারী ৮৮৪ জন।

এর আগে গণটিকা দেয়ার প্রথমদিন রোববার টিকা নিয়েছিলেন এক হাজার ৯০ জন। এর মধ্যে মহানগরে ৪২৩ জন এবং ১৪টি উপজেলায় ৬৬৭ জন টিকা নিয়েছিলেন। সোমবার দ্বিতীয় দিন দুই হাজার ৬৭৮ জন টিকা নিয়েছিলেন। এর মধ্যে পুরুষ এক হাজার ২২৭ জন এবং নারী ২৪১ জন।

আবু আজাদ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।