টিকা নিয়েছেন ৩৩ লাখ ৪১ হাজার, নিবন্ধন ৪৫ লাখ ছাড়িয়েছে
দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমে সাড়া দিয়ে মঙ্গলবার (২মার্চ) পর্যন্ত ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন নিবন্ধন করেছেন। এ পর্যন্ত টিকা নিয়েছেন ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন। টিকাগ্রহীতাদের মধ্যে ৭৭৩ জনের শরীরে প্রতিক্রিয়া দেখা গেছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক লাখ ১৪ হাজার ৬৮০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬৮ হাজার ৫৩৯ ও নারী ৪৬ হাজার ১৪১ জন। এ সময়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন ১৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় ১০ লাখ ২৭ হাজার ৮১ জন, ময়মনসিংহে এক লাখ ৪২ হাজার ৮৯৮ জন, চট্টগ্রামে সাত লাখ ২৬ হাজার ৬৯ জন, রাজশাহীতে তিন লাখ ৬৬ হাজার ২২৯ জন, রংপুরে তিন লাখ তিন হাজার ৭৮০ জন, খুলনায় চার লাখ ১৭ হাজার ৪৭৬ জন, বরিশালে এক লাখ ৫৬ হাজার ২৩৭ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ১৭ হাজার ৩৩৫ জন করোনা টিকা নিয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪২ হাজার ৫৯৩ জন, ময়মনসিংহ বিভাগে তিন হাজার ৮৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২১ হাজার ৭৪০ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৮৪৮ জন, রংপুর বিভাগে ১০ হাজার ৩৫৪ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৫৭০ জন, বরিশাল বিভাগে চার হাজার ৩০৬ জন এবং সিলেট বিভাগে চার হাজার ৬৬৯ জন টিকা নিয়েছেন।
২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।
এমইউ/এমএইচআর