টিকাগ্রহীতা ৪১ লাখ ছাড়াল, বিরূপ প্রতিক্রিয়া ৮৭২ জনের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:২৫ পিএম, ১০ মার্চ ২০২১
ফাইল ছবি

দেশব্যাপী চলমান টিকাদান কার্যক্রমে সাড়া দিয়ে সারাদেশে টিকা নিয়েছেন ৪১ লাখ ১৮ হাজার ৯৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ২৬ লাখ ২৬ হাজার ২৬৫ জন ও নারী ১৪ লাখ ৯২ হাজার ৬৮৮ জন। এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৫৩ লাখ ৬১ হাজার ৭৭৮ জন। আর বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৮৭২ জন।

বুধবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪ হাজার ৯৯০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৭৫৯ জন এবং নারী ৩৯ হাজার ২৩১ জন। এ সময়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা এইএফআই রিপোর্ট করেছেন ৬ জন।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, টিকাগ্রহীতাদের মধ্যে ঢাকায় ১২ লাখ ৯৮ হাজার ৩৬০ জন, ময়মনসিংহে ১ লাখ ৭৫ হাজার ১৭০ জন, চট্টগ্রামে ৮ লাখ ৬১ হাজার ৩৪৬ জন, রাজশাহীতে ৪ লাখ ৪৭ হাজার ৫০১ জন, রংপুরে ৩ লাখ ৭৯ হাজার ২৫৪ জন, খুলনায় ৫ লাখ ২৯ হাজার ৯২৯ জন, বরিশালে ১ লাখ ৮৬ হাজার ৬২১ জন এবং সিলেট বিভাগে ২ লাখ ৩০ হাজার ৭৭২ জন টিকা নিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৫ হাজার ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ৫৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ৫৭৫ জন, রাজশাহী বিভাগে ১২ হাজার ৪৫৮ জন, রংপুর বিভাগে ১০ হাজার ৬৭৬ জন, খুলনা বিভাগে ১৪ হাজার ৭৪৭ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১২৩ জন এবং সিলেট বিভাগে ৩ হাজার ৭৪৫ জন টিকা নিয়েছেন।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

এমইউ/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।