করোনায় বিভিন্ন বন্দরে প্রায় ২০ লাখ যাত্রীর হেলথ স্ক্রিনিং

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২৮ মার্চ ২০২১
ফাইল ছবি

করোনাকালে দেশের বিভিন্ন স্থানে বিমানবন্দর, স্থল, নৌ ও রেল স্টেশনে সংক্রমণ স্ক্রিনিং কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ২০ লাখ যাত্রীর হেলথ স্ক্রিনিং হয়েছে।

২০২০ সালের ১ জানুয়ারি থেকে রোববার (২৮ মার্চ) পর্যন্ত অর্থাৎ গত ১৫ মাসে ১৯ লাখ ৮১ হাজার ২৮৯ জন যাত্রীর হেলথ স্ক্রিনিং করা হয়।

রোববার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্ট্রাল কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ড. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে বিভিন্ন বন্দরে সর্বমোট ৬ হাজার ৬৬৬ জন যাত্রীর হেলথ স্ক্রিনিং করা হয়। তাদের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৩৭ জনের হেলথ স্ক্রিনিং করা হয়।

এছাড়া অন্যান্য চালু স্থলবন্দরগুলোতে ৯৪০ জন, দুটি সমুদ্র বন্দরে (চট্টগ্রাম ও মংলা) ১৮৯ জন যাত্রীর হেলথ স্ক্রিনিং হয়।

জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।