দেশের যেসব জায়গায় করোনা পরীক্ষা করা হয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০২ পিএম, ০৬ এপ্রিল ২০২১

রাজধানীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ২২৭টি ল্যাবরেটরিতে করোনার নমুনা পরীক্ষা করা হয়। ল্যাবগুলোর মধ্যে সরকারি ১৫৭টি এবং বেসরকারি ৭০টি। সরকারি ল্যাবগুলোর মধ্যে ৫২টি আরটি-পিসিআর, ৩২টি জিন এক্সপার্ট এবং ৭৩টি র‍্যাপিড অ্যান্টিজেন। বেসরকারি ল্যাবগুলোর মধ্যে ৬৮টি আরটি-পিসি আর এবং দুটি জিন এক্সপার্ট।

সরকারি ল্যাবরেটরিতে ১০০ টাকা এবং বেসরকারি পর্যায়ে ৩ হাজার টাকার বিনিময়ে করোনা পরীক্ষা করা হয়।

সারাদেশে এতগুলো প্রতিষ্ঠানে করোনা পরীক্ষার ব্যবস্থা থাকার পরও অনেকেই জানেন না সেগুলোর অবস্থান ও বিস্তারিত। ল্যাবরেটরিগুলোর অবস্থান জানাতেই জাগো নিউজের এই আয়োজন।

রাজধানীতে যেসব সরকারি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করা হয় 

ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার , রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), ন্যাশনাল পোলিও মিজেলস ল্যাবরেটরি (এনপিএনএল-আইপিএইচ), আইসিডিডিআরবি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন ও ঢাকা শিশু হাসপাতাল, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি ও সিএমএইচ, ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, পিলখানার বর্ডার গার্ড হাসপাতাল, উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (ঢাকা বিশ্ববিদ্যালয়), সরকারি কর্মচারী হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল, স্কয়ার হাসপাতাল লিমিটেড, প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেড, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল, বায়োমেড ডায়াগনস্টিকস, ল্যাবএইড হাসপাতাল (ধানমন্ডি ব্রাঞ্চ), ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক, ডিএনএ সলুশন লিমিটেড, সি এস বি এফ হেলথ সেন্টার, ডা. লাল প্যাথ ল্যাবস বাংলাদেশ লিমিটেড, আইচি হাসপাতাল লিমিটেড, জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এ এম জেড হসপিটাল লিমিটেড, দি ডিএনএ ল্যাব লিমিটেড, গুলশান ক্লিনিক লিমিটেড, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল, সি আর এল ডায়াগনস্টিকস, আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল, আইসিডিডিআর,বি মলিকুলার ডায়াগনস্টিক ল্যাবরেটরি, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস জেনারেল হাসপাতাল, আলোক হেলথকেয়ার লি. (মিরপুর ), অথেনটিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন লিমিটেড, পপুলার ডায়াগনটিক সেন্টার লি. (ধানমন্ডি ব্রাঞ্চ), বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, ফেমাস স্পেশালাইজড হাসপাতাল, নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিসেস লিমিটেড, মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড (মিরপুর ব্রাঞ্চ) আল-জামী ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা গ্রীণ লাইফ হাসপাতাল লিমিটেড, স্টেম হেলথ কেয়ার, প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, বিআরবি হাসপাতাল লিমিটেড, আজগর আলী হাসপাতাল, প্রেসক্রিপশন পয়েন্ট লিমিটেড (বাড্ডা ব্রাঞ্চ), বসুন্ধরা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ডায়নামিক ল্যাব, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ইমপালস মলিকুলার ডায়াগনস্টিক ল্যাবরেটরি, আল-হেলাল স্পেশালাইজড হাসপাতাল, জাপান মেডিকেল সেন্টার, ক্রিস্টাল ডায়াগনস্টিক, ভিক্টোরিয়া হেলথকেয়ার লি., মোহাম্মদপুর, গ্রীণ ক্রিসেন্ট হেলথ সার্ভিসেস, আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল বরুড়া, মীম মে‌ডি‌কেল সেন্টার এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি)।

ঢাকার বাইরে যেসব হাসপাতালে করোনা পরীক্ষা হচ্ছে

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ (নোয়াখালী), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাষা বীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব (চাঁদপুর), রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল আরটি-পিসিআর ল্যাব, ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেড, চট্টগ্রাম শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল (প্রা.), মডার্ণ হসপিটাল প্রাইভেট লিমিটেড (কুমিল্লা), কুমিল্লা সিটি স্ক্যান এমআরআই স্পেশালাইজড ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার, ময়মনসিংহ মেডিকেল কলেজ, শেখ হাসিনা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ (সিরাজগঞ্জ), শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (বগুড়া), টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল (বগুড়া), খাজা ইউনুস আলি মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিরাজগঞ্জ, রংপুর মেডিকেল কলেজ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সীমান্তিক প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার, সিলেট, খুলনা মেডিকেল কলেজ, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল (খুলনা), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ, সাতক্ষীরা মেডিকেল কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ (বরিশাল), ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ , কিশোরগঞ্জ জহরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ (গোপালগঞ্জ), কর্ণেল মালেক মেডিকেল কলেজ (মানিকগঞ্জ), ফরিদপুর মেডিকেল কলেজ শেখ হাসিনা মেডিকেল কলেজ (টাঙ্গাইল), নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, গাজী কোভিড -১৯ পিসিআর ল্যাব (রুপগঞ্জ, নারায়ণগঞ্জ), ইউএস বাংলা মলিকুলার ল্যাব (রুপগঞ্জ, নারায়ণগঞ্জ), শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (গাজীপুর), শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল, গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল (গাজীপুর), ডা. ফরিদা হক মেমোরিয়াল, ইব্রাহীম জেনারেল হাসপাতা কোভিড -১৯ ডায়াগনস্টিক ল্যাব (গাজীপুর)।

জিন এক্সপার্ট মেশিনে পরীক্ষা হচ্ছে যেখানে

ন্যাশনাল টিউবারকুলোসিস রেফারেন্স ল্যাবরেটরি (ঢাকা), ২৫০ শয্যা টিবি হাসপাতাল (শ্যামলী, ঢাকা), সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজি (ঢাকা), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হাজী ক্যাম্প (আঁশকোনা), ব্র্যাক টিবি ডায়াগনস্টিক সেন্টার (ঢাকা), আইসিডিডিআরবি টিবি স্ক্রিনিং সেন্টার (ঢাকা), রিজিওনাল টিবি রেফারেন্স ল্যাবরেটরি, বক্ষব্যাধি হাসপাতাল চট্টগ্রাম, ফেনী বক্ষব্যাধি ক্লিনিক, হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নোয়াখালী, রিজিওনাল টিবি রেফারেন্স ল্যাবরেটরি, রাজশাহী বক্ষব্যাধি হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, পাবনা বক্ষব্যাধি ক্লিনিক, নাটোর বক্ষব্যাধি ক্লিনিক, কুড়িগ্রাম বক্ষব্যাধি ক্লিনিক, ঠাকুরগাঁও বক্ষব্যাধি ক্লিনিক, রিজিওনাল টিবি রেফারেন্স ল্যাবরেটরি, সিলেট বক্ষব্যাধি হাসপাতাল, রিজিওনাল টিবি রেফারেন্স ল্যাবরেটরি, খুলনা বক্ষব্যাধি হাসপাতাল, নড়াইল সদর হাসপাতাল, লোহাগড়া টিবি রেফারেন্স ল্যাবরেটরি (নড়াইল), কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (নড়াইল), ঝিনাইদহ জেলা হাসপাতাল, মেহেরপুর বক্ষব্যাধি ক্লিনিক, মাগুরা বক্ষব্যাধি ক্লিনিক, বাগেরহাট বক্ষব্যাধি ক্লিনিক, চুয়াডাঙ্গা বক্ষব্যাধি ক্লিনিক, ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল, টাঙ্গাইল বক্ষব্যাধি ক্লিনিক, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবরেটরি

টিউবারকিউলোসিস রেফারেন্স ল্যাবরেটরি ঢাকা, ন্যাশনাল টিউবারকুলোসিস রেফারেন্স ল্যাবরেটরি, ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল (শ্যামলী, ঢাকা), সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল সংক্রামক ব্যাধি হাসপাতাল, ঢাকা সরকারি কর্মচারী হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, মুন্সিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল, শরীয়তপুর জেলা হাসপাতাল, রাজবাড়ি জেলা হাসপাতাল, মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, নরসিংদী জেলা হাসপাতাল, টাঙ্গাইল জেলা হাসপাতাল, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি, চট্টগ্রাম), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, বান্দরবান জেলা হাসপাতাল , খাগড়াছড়ি জেলা হাসপাতাল, লক্ষীপুর জেলা হাসপাতাল ,ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল, কক্সবাজার ২৫০ শয্যাবিশিস্ট জেলা হাসপাতাল, রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, নেত্রকোণা জেলা হাসপাতাল, শেরপুর জেলা হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া, জয়পুরহাট জেলা হাসপাতাল, পাবনা জেলা হাসপাতাল, নাটোর জেলা হাসপাতাল, নওগাঁ জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর, গাইবান্ধা জেলা হাসপাতাল, পঞ্চগড় জেলা হাসপাতাল, কুড়িগ্রাম জেলা হাসপাতাল ,আধুনিক সদর হাসপাতাল , ঠাকুরগাঁও, লালমনিরহাট জেলা হাসপাতাল, নীলফামারি জেলা হাসপাতাল, সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ জেলা হাসপাতাল, হবিগঞ্জ জেলা হাসপাতাল, মৌলভীবাজার জেলা হাসপাতাল ,সুনামগঞ্জ জেলা হাসপাতাল ,খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ শখ্যাবিশিষ্ট জেলা হাসপাতাল,যশোর ২৫০ শয্যা জেলা হাসপাতাল, মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল, মাগুরা জেলা হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, বাগেরহাট জেলা হাসপাতাল, নড়াইল সদর হাসপাতাল, ঝিনাইদহ জেলা হাসপাতাল, সাতক্ষীরা জেলা হাসপাতাল, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (বরিশাল), পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ,পিরোজপুর জেলা হাসপাতাল, ঝালকাঠি জেলা হাসপাতাল, বরগুনা জেলা হাসপতাল এবং ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ এপ্রিল) পর্যন্ত ১২০টি সরকারি ও বেসরকারি আরটি-পিসি আর ল্যাবরেটরিতে মোট ৪৭ লাখ ৫৯ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এছাড়া, ৩৪টি জিন এক্সপার্ট টেস্টের মাধ্যমে ৩৪ হাজার ৩৪১টি নমুনা পরীক্ষা করা হয় এবং ৭৩টি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবরেটরিতে ১৯ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এমইউ/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।