স্পট নিবন্ধনে বিএসএমএমইউতে করোনা পরীক্ষা করাতে পারবেন দরিদ্ররা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৮ এপ্রিল ২০২১

যারা দরিদ্র, স্মার্টফোন না থাকায় করোনা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারছেন না, তাদের স্পট রেজিস্ট্রেশনের সুযোগ করে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। 

এ বিষয়ে হাসপাতালের সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, যারা সত্যিকার অর্থে স্মার্টফোন ব্যবহার করেন না, ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে রেজিস্ট্রেশন করে নমুনা পরীক্ষার সমর্থ নেই, এ সকল মানুষের জন্য স্পট রেজিস্ট্রেশন করে করোনার পরীক্ষার সুযোগ প্রদান করা হবে।

তবে এ সুযোগের অপব্যবহার যেন না হয় সেদিকেই সতর্ক দৃষ্টি রাখারও পরামর্শ দেন বিএসএমএমইউ উপাচার্য।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) শাহবাগে বেতার ভবনে সম্প্রসারিত নতুন করোনা ইউনিটের উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে জাগো নিউজের এ প্রতিবেদক তিনি এ কথা জানান।

প্রসঙ্গত, অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়া করোনার পরীক্ষার সুযোগ না থাকায় এতদিন অনেক বয়োবৃদ্ধ, দরিদ্ররা নমুনা পরীক্ষা করাতে ব্যর্থ হন।

এমইউ/জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।