নগর মাতৃসদনে করোনা সংক্রান্ত টেলিমেডিসিন সেবা দেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৮ এপ্রিল ২০২১

করোনা পরিস্থিতি মোকাবিলায় নগরবাসীকে করোনাভাইরাস সম্পর্কে তথ্য ও চিকিৎসাসেবা দিতে পাঁচটি নগর মাতৃসদনে শুক্রবার (৯ এপ্রিল) থেকে টেলিমেডিসিন সেবা দেবে ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি)। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের আওতায় এই নগর মাতৃসদনগুলো পরিচালিত হয়।

এই সেবার জন্য প্রতিটি মাতৃসদনে তিনজন চিকিৎসক পালাক্রমে ২৪ ঘণ্টা কাজ করবেন। ৯ এপ্রিল সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি।

টেলিমেডিসিন সেবার জন্য নির্ধারিত মাতৃসদনের টেলিফোন নম্বরগুলো হলো-

নারী মৈত্রী, নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার। টেলিফোন: ৫৮৩১৪৯৩৩;

নারী মৈত্রী, নগর মাতৃসদন, ৩/৫ খ বাঁশবাড়ি, মোহাম্মদপুর। মোবাইল: ০১৩১১৯৪৬৪৩২।

আহসানিয়া মিশন, ২০৯ বর্ধনবাড়ি, নেকিবাড়িরটেক, হরিরামপুর, মাজার রোড, মিরপুর-১। মোবাইল: ০১৩০১-৫৯৬৮৩৯।

বাপসা, নগর মাতৃসদন, জে-২/এ, বর্ধিত পল্লবী, মিরপুর। মোবাইল: ০১৭৭০-৭২২১৯৪।

পিএ-৫, ইউটিপিএস, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা। মোবাইল: ০১৩১৪-৭৬৬৫৪৫।

এসব টেলিফোন নম্বরে ফোন করে করোনা সংক্রান্ত টেলিমেডিসিন সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

এমএমএ/এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।