করোনা নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা নেয়া যাবে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৪ এপ্রিল ২০২১
ফাইল ছবি।

করোনাভাইরাস পরীক্ষায় কারও রিপোর্ট নেগেটিভ আসলে, তিনি এর চার সপ্তাহ পর টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী করোনা আক্রান্ত ছিলেন এমন ব্যক্তির যেন অতিরিক্ত মাত্রায় পার্শ্বপ্রতিক্রিয়া না হয় সেজন্য ২৮ দিন পর টিকা গ্রহণ করতে হবে। প্রথম বা দ্বিতীয় উভয় ডোজ নেয়ার আগে একই নিয়ম প্রযোজ্য হবে।’

বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত করোনাবিষয়ক এক জুম কনফারেন্সে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লকডাউন চলাকালে টিকা কার্ড সঙ্গে নিয়ে ব্যক্তিগত যানবাহনসহ অন্যান্য যানবাহন (রিকশা, ভ্যান) নিয়ে টিকাকেন্দ্রে যেতে পারবেন। পরিকল্পনা মাফিক টিকাদান কর্মসূচি সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। টিকা সবাই পাবেন। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

এমইউ/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।