‘করোনা আক্রান্ত শ্রমিককে ছুটিতে পাঠিয়ে দায়মুক্ত হওয়া যাবে না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১৫ এপ্রিল ২০২১

জীবনের ঝুঁকি নিয়ে উৎপাদনের চাকা সচল রেখেছে যে শ্রমিক তাদের ঝুঁকি ভাতা দেয়া ও ফ্রন্ট লাইনার হিসাবে বিবেচনা করে করোনা পরীক্ষা এবং টিকা প্রদানের ব্যবস্থার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সংগঠনটির যুগ্ম সমন্বয়ক আব্দুল ওয়াহেদ এবং কামরুল আহসান এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, করোনা সংক্রমিত শ্রমিকের জন্য যথাযথ চিকিৎসার আয়োজন না করে তাকে বাধ্যতামূলক ছুটিতে বাসায় পাঠিয়ে দিয়ে দায়মুক্ত হওয়া যাবে না।

করোনার অজুহাতে গত বছরের মত শ্রমিক ছাঁটাই কিংবা বেতন-ভাতা না কাটারও আহ্বান জানান তারা।

বিবৃতিতে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা না করে লকডাউনের মধ্যে কারখানা খোলা রেখে শ্রমিক হয়রানির নিন্দা এবং করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ও ঝুঁকি ভাতা প্রদানের দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস মালিকরা বারবার নিজেদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। তারা উৎপাদন এবং রফতানির প্রয়োজন দেখিয়ে নিজ ব্যবস্থাপনায় শ্রমিক পরিবহনের ব্যবস্থা এবং কারখানায় স্বাস্থ্যবিধির যথাযথ বাস্তবায়ন করবেন এই শর্তে লকডাউনের মধ্যে কারখানা খোলা রাখার অনুমতি নিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে শ্রমিকদের নিয়ে যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা না করে কারখানা খোলা রাখায় সর্বাত্মক লকডাউনের প্রথম দিনেই শ্রমিকরা পরিবহন সঙ্কট, অতিরিক্ত যাতায়াত ব্যয় বহন, জিজ্ঞাসাবাদসহ নানা হয়রানির শিকার হয়েছেন। তাছাড়া শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হলেও সকল কারখানায় প্রয়োজনীয় আয়োজন করা হয়নি।

নেতৃবৃন্দ বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির এক বছর অতিক্রান্ত হওয়া এবং সরকারের কাছ থেকে বিভিন্নভাবে প্রায় অর্ধলক্ষ কোটি টাকা ঋণের সমর্থন পাওয়ার পরেও এ ধরনের দায়িত্বহীন আচরণ কাম্য নয়।

নেতৃবৃন্দ আরও বলেন, করোনা পরিস্থিতি এই সত্যকে নতুন করে সামনে এনেছে যে শ্রমিকরাই জীবনের ঝুঁকি নিয়ে দেশের উৎপাদন, রফতানি তথা অর্থনীতির চাকা চালু রাখে। অথচ সেই শ্রমিকের কপালে জোটে অনাহার, বিনা চিকিৎসা, হয়রানি আর নির্যাতন। করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকি এবং লকডাউনের মধ্যেও বকেয়া বেতনের দাবিতে আশুলিয়া এবং গাজীপুরে শ্রমিকদের রাস্তায় নামতে হয়েছে। এই পরিস্থিতির জন্য দায়ী মালিকের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে কি? শ্রমিকদের সুরক্ষায় রাষ্ট্রের দায়িত্বহীন আচরণ মালিকদের চূড়ান্ত দায়িত্বহীন হতে উৎসাহিত করে।

এসএম/এসএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।