চট্টগ্রামে একদিনে আরও একজনের মৃত্যু, শনাক্ত ৭২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭২ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬২৭ এবং আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩২।
রোববার (৬ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শনিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৭৪৬ নমুনা পরীক্ষায় ৭২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৩৮ জন ও উপজেলার ৩৪ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে চারজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১১ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে ২০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয়জন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/বিএ/জেআইএম