ঢাকায় শনাক্ত কম হলেও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা সন্তোষজনক নয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৬ জুন ২০২১
ফাইল ছবি

রাজধানী ঢাকায় বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ও শনাক্ত রোগীর সংখ্যা কম হলেও নগরবাসীর মধ্যে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ (সিডিসি) বিভাগের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় শনাক্তের হার ছয় শতাংশের কম রয়েছে। বর্তমানে সাত হাজার করোনা ডেডিকেটেড শয্যা বরাদ্দ রয়েছে। রোগীর সংখ্যা আট হাজার হয়ে গেলে তা নিয়ন্ত্রণের চেয়ে বেশি রোগী হলে চিকিৎসাসেবা প্রদান কঠিন হয়ে পড়বে।’

ডা. নাজমুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে শুরুতে মাস্ক পরিধান তথা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি অনীহা ছিল। গণমাধ্যমসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণার ফলে মাস্ক পরার হারটা হয়তো বেড়েছে কিন্তু সেটি সন্তোষজনক নয়। বর্তমানে অন্য যে কোনো জেলার চেয়ে ঢাকায় শনাক্তকৃত রোগীর সংখ্যা কম আছে। কিন্তু সারাদেশে যদি রোগীর সংখ্যা বাড়তে থাকে এবং আন্তঃজেলা চলাচল যদি অব্যাহত থাকে তাহলে ঢাকা শহরে রোগীর সংখ্যা নিশ্চিভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হবে।’

এমইউ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।