করোনার নমুনা পরীক্ষা ৬৪ লাখ ছাড়াল
দেশে করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা ৬৪ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৫৫৪টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৫৮০টি নমুনা সংগ্রহ ও ২৮ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬৪ লাখ ৫ হাজার ৭৫টি।
মোট নমুনা পরীক্ষার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ৭৫ হাজার ৩৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ লাখ ৩০ হাজার ৩৮ জন রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫ হাজার ৭২৭ জনসহ মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে আট লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে।
দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। শুরুরদিকে আইইডিসিআরের একটি মাত্র সরকারি আরটিপিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা শুরু হলেও পরবর্তীতে সারাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরটিপিসিআর, জিনএক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়।
বর্তমানে দেশে মোট ৫৫৪টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা চলছে। এর মধ্যে ১২৬টি আরটি পিসিআর (সরকারি ৫৩ ও বেসরকারি ৭৩টি), ৪৬টি জিন এক্সপার্ট (সরকারি ৪৩টি ও বেসরকারি ৩টি) এবং ৩৮২টি সরকারি প্রতিষ্ঠানে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৭৮৭ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও পাঁচ হাজার ৭২৭ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে।
এমইউ/ইএ/এএসএম