কাল থেকে চলবে ট্রেন, কমলাপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৪ জুলাই ২০২১

আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে বিভিন্ন রুটে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ১৯ জোড়া মেইল বা কমিউটার ট্রেন চলাচল করবে দেশের বিভিন্ন গন্তব্যে। এবার শুধু অনলাইনে ট্রেনের টিকিট পাওয়া যাবে।

অন্যদিকে ট্রেন চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন করতে শুরু হয়েছে স্টেশন ও ট্রেন ধোঁয়া-মোছার কাজ। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা থেকেই যাত্রা শুরু করবে ট্রেন। কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

jagonews24

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘আমাদের যাত্রা নিরাপদ করতে প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষের দিকে, আমরা এখন ট্রেন ধোঁয়া-মোছার কাজ করছি।’

jagonews24

তিনি বলেন, ‘আমরা মাস্ক ছাড়া কাউকে স্টেশনে এলাও করবো না। সকল যাত্রীদের অনুরোধ করবো আপনারা সবাই শারীরিক দূরুত্ব বজায় রাখবেন, মাস্ক পরে আসবেন।’

কমলাপুর রেলওয়ে ম্যানেজার আরও বলেন, ‘স্টেশনে না এসে আপনারা অনলাইনে টিকিট কাটুন, দেশের কোনো স্টেশনের কাউন্টারে সরাসরি টিকিট মিলছে না। তবে টিকিট আছে, পর্যাপ্ত আছে আপনারা অনলাইনে চেষ্টা করুন।’

ইএআর/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।