পশুর হাটে করোনার নমুনা পরীক্ষা শুরু করল ব্র্যাক
করোনাভাইরাস পরীক্ষার জন্য আজ রোববার (১৮ জুলাই) থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন নয়টি কোরবানির পশুর হাটে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু করেছে ব্র্যাক। দ্রুত ফলাফল প্রদানে স্বাস্থ্য অধিদফতরের সহায়তায় এবং ডিএনসিসির পরিচালনায় প্রতিহাটে একটি করে সুরক্ষা কর্নার বসানো হয়েছে।
এ কার্যক্রমে সহায়তা করছে যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।
রাজধানীর ভাটারার সাইদনগর হাটে আজ সকাল ১১টায় কার্যক্রমটি উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
এ সময় ব্র্যাকের প্রতিনিধি হিসেবে তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির ম্যানেজার ডা. মিরানা জামান। তিনি এই কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে মেয়রকে অবহিত করেন।
আজ থেকে ঈদের আগের দিন (২০ জুলাই) পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। শুধু ক্রেতা-বিক্রেতাদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ রয়েছে বা কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিরা নমুনা জমা দিতে পারবেন।
এ জন্য সরকার নির্ধারিত ফি দিতে হবে। তবে আগে থেকে রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। ফলাফল পজিটিভ হলে তা ৩০ মিনিটের মধ্যে জানিয়ে দেয়া হবে এবং ৩-৪ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রতিটি সুরক্ষা কর্নারে প্রতিদিন প্রায় ১৫০টি করে নমুনা পরীক্ষা সম্ভব হবে।
ডিএনসিসির অধীনে পরিচালিত ৯টি হাটে এই সেবা প্রদান করা হচ্ছে।
উদ্বোধনের সময় মেয়র আতিক বলেন, ‘মহামারির এই সংকটকালে ব্র্যাকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা অন্যান্য প্রতিষ্ঠানকেও এভাবে যার যার সাধ্যমতো এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক মোর্শেদা চৌধুরী বলেন, ‘ব্যাপক জনসমাগমের কারণে কোরবানির পশুর হাট করোনাভাইরাস সংক্রমণের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকির মাত্রা কমাতেই ব্র্যাক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে একযোগে কাজ করছে। মাস্ক বিতরণের মাধ্যমে সচেতনতা বাড়াচ্ছে। এখানে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করা হলে হাটে আসা অন্যদের স্বাস্থ্যঝুঁকি কমবে।’
এমইউ/এমএইচআর/জেআইএম