করোনায় ৭৮ শতাংশ মৃত্যুই ঢাকা-চট্টগ্রাম-খুলনা বিভাগে
দেশের আট বিভাগের মধ্যে করোনায় মোট মৃত্যুর প্রায় ৭৮ শতাংশ ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে হয়েছে। এই তিন বিভাগে মৃত্যু হয়েছে ৭৭ দশমিক ৯৭ শতাংশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, দেশের আট বিভাগে করোনায় মোট মৃত ২০ হাজার ২৫৫ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক ৯ হাজার ৩৪৯ জন (৪৬ দশমিক ১৬ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ৩ হাজার ৭৫৩ জন (১৮ দশমিক ৫৩ শতাংশ), রাজশাহী বিভাগে ১ হাজার ৫৬১ জন (৭ দশমিক ৭১ শতাংশ), খুলনা বিভাগে ২ হাজার ৬৯০ জন (১৩ দশমিক ২৮ শতাংশ), বরিশালে ৬৩৫ জন (৩ দশমিক ১৪ শতাংশ), সিলেট বিভাগে ৭৩৬ জন (৩ দশমিক ৬৩ শতাংশ), রংপুর বিভাগে ১ হাজার জন (৪ দশমিক ৯৪ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ৫৩১ জন (২ দশমিক ৬২ শতাংশ) মৃত্যু হয়েছে।
এদিকে সবশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২৫৫ জনে।
মৃত ২৩৯ জনের মধ্যে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৭৬ জন, চট্টগ্রামে ৫৭ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ৪৫ জন, বরিশালে ১৪ জন, সিলেট বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯ জনের মৃত্যু হয়।
দেশে গত বছরের ১৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়।
এমইউ/জেডএইচ/এএসএম