করোনার টিকা নিলেন বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৮ আগস্ট ২০২১

করোনাভাইরাসের টিকা নিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।

রোববার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি এ টিকা গ্রহণ করেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস।

তিনি বলেন, দুপুরে হুজুর হাটহাজারী হাসপাতালে টিকা গ্রহণ করেছেন।

এর আগে গত ১১ এপ্রিল এক সভায় মাদরাসায় করোনা আসবে না বলে মন্তব্য করেছিলেন জুনায়েদ বাবুনগরী।

ওই সভায় তিনি বলেন, লকডাউন দিয়ে নুরানী, হেফজখানা, কওমি-দ্বীনি মাদরাসা বন্ধ রাখা যাবে না। যেখানে কোরআন-হাদিস পাঠ করা হয়, যেখানে হেফজখানায় ছাত্ররা কোরআন পাঠ করে সেখানে করোনা আসবে না। তার কারণ হলো আল্লাহর রহমত।

মিজানুর রহমান/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।