শনাক্ত নামল ২০ শতাংশে
দেশে নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ২০ শতাংশে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৬৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মাঝে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৬৫ জনের।
এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৮৫ শতাংশ।
শুক্রবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ শুরুর পর থেকে শনাক্তের হার ক্রমেই বাড়ছিল। গত ২৫ জুন শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশে পৌঁছে যায়।
এরপরও তা বাড়তে থাকে। গত ২৪ জুলাই শনাক্তের হার পৌঁছে যায় ৩২ দশমিক ৫৫ শতাংশে। তবে গত কয়েকদিনে শনাক্তের হার আবারও নিম্নমুখী হয়েছে।
এমইউ/এমএইচআর/এএসএম